দ্বিতীয় সোমবার ‘ড্রিম গার্ল’র আয় ৩ কোটি ৭৫ লাখ রুপি। এরমধ্য দিয়ে সিনেমাটি মোট ঝুলিতে পুরেছে ১০১ কোটি ৪০ লাখ রুপি।
আয়ুষ্মান বলেন, ‘ড্রিম গার্ল’ বুদ্ধিদীপ্তভাবে লেখা একটি স্ক্রিপ্ট, যার মাধ্যমে সবাইকে একটা বড় মেসেজ দেওয়া হয়েছে। সিনেমাটি স্বপ্নের মতো বক্স অফিস মাতাচ্ছেন এবং ২০১৯ সালটা আমার জন্য স্পেশাল করে দিয়েছে।
এতে আয়ুষ্মান একটি কোম্পানির হটলাইনে চাকরি করেন। সেখানে তাকে গ্রাহকদের সঙ্গে নারীকণ্ঠে কথা বলতে হয়। তার সুমিষ্ট কণ্ঠস্বরে প্রেমে পড়ে যায় অনেক পুরুষ গ্রাহক। তাদের সঙ্গে অনেক কৌশলী ভূমিকা নিতে হয় তাকে। এমনই দারুণ কমেডি ড্রামায় নির্মিত ‘ড্রিম গার্ল’।
রাজ শান্দিলিয়া পরিচালিত সিনেমাটিতে আয়ুষ্মান ছাড়াও নারী চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ভারুচা। আরও রয়েছেন অন্নু কাপুর, মঞ্জোত সিং, নিধি বিশ্ত, বিজয় রাজ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
জেআইএম