ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাংলা চলচ্চিত্রের আন্তর্জাতিক অ্যাপ্রোচ বিষয়ে আলোচনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
বাংলা চলচ্চিত্রের আন্তর্জাতিক অ্যাপ্রোচ বিষয়ে আলোচনা

‘বাংলা চলচ্চিত্রের আন্তর্জাতিক অ্যাপ্রোচ’ বিষয়ে এক আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগের পাঠক সমাবেশ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে আলোচক ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমরান কবির চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগের প্রধান অধ্যাপক জুনায়েদ হালিম, অধ্যাপক ও গবেষক ড. সাইম রানা, কবি জুয়েল মাজহার, অধ্যাপক কবি সরকার মাসুদ, চলচ্চিত্র নির্মাতা হাবিবুর রহমান হাবীব, চলচ্চিত্র নির্মাতা কবি তারেক মাহমুদ, কলকাতার অধ্যাপক সরজিৎ চক্রবর্তী, ড. শাহাদত হোসেন নিপু, ডা. আহসান হাবীব, ইসমত শিল্পী, গীতিকার সুজন হাজং, কবি গিরীশ গৈরিক, দামালউদ্দিন দামাল ও স্বকৃত নোমান।

অনুষ্ঠানে কবিতা পাঠ করেন ফারুক সুমন, বদরুল হায়দার, সাম্মী ইসলাম নীলা, নূরিতা নূসরাত খন্দকার, ফারহানা রহমান, দিপংকর মারডুক, গিয়াস চাষা, জিয়া খন্দকার, ফারহান ইশরাক, শীতল মুনা চৌধুরী, রাসেল আশেকী, তারেকউদ্দিন, রিক্তা রিচি ও ফখরুল হাসান।

অনুষ্ঠানটির প্রধান সমন্বয়ক এবং ওয়ার্ল্ড কালচারাল রিকানেকশনের সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও কবি মাসুদ পথিক জানান, সংগঠনটি বেশ কিছু আন্তর্জাতিক প্রোগ্রামের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। বিশ্ব সংস্কৃতির রিকানেক্ট করাই এর মূল উদ্দেশ্য।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।