শনিবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হয় এম সোলায়মান প্রণোদনা প্রদান ও স্মারক বক্তৃতা। এতে এস এম সোলায়মান প্রণোদনা ২০১৯ স্মারক গ্রহন করেন প্রতিভাবান ও সৃজনশীল তরুণ নাট্যপ্রাণ জুলফিকার চঞ্চল।
উৎসবে স্মারক বক্তৃতা করেন পশ্চিবঙ্গের প্রখ্যাত নাট্যঅভিনেতা ও গবেষক ড. দেবজিত বন্দ্যোপাধ্যায়। স্বাগত বক্তব্য রাখেন নাট্যজন রামেন্দু মজুমদার। স্মৃতিচারণ করেন ঠান্ডু রায়হান।
এর আগে এস এম সোলায়মান এর রচনা ও নির্দেশিত কিছু নাটকের উপর অভিনয় করেন রোকেয়া রফিক বেবী, নুরুজ্জামান বাবু, নীল সজল, ফারহানা প্রমুখ। নাটকগুলো হচ্ছে- ‘গোলাপজান’, ‘আমিনা সুন্দরী’, ‘ইঙ্গীত’, ‘স্বপ্ন দেখে মানুষ’।
ড. দেবজিত্ বন্দ্যোপাধ্যায় এর গান ও এস এম সোলায়মানের স্মৃতিচারণে এক আবেগ ঘন পরিবেশের মধ্যে দিয়ে শেষ হয় দুই দিনের এই উৎসব। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান হয়।
নাট্যজন প্রয়াত এস এম সোলায়মান স্মরণে ২০০৫ সাল থেকে প্রতিবছর একজন তরুণ মেধাবী নাট্যশিল্পী কিংবা নাট্যসংগঠনকে এই প্রণোদনা দিয়ে আসছে নাটকের দল থিয়েটার আর্ট ইউনিট।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০১৯
ওএফবি