এতে মহেশ বাবুর চরিত্রের নাম থাকছে মেজর অজয় কৃষ্ণা। যিনি আর্মি অফিসার হয়ে শত্রুর মোকাবিলা করেন।
তামান্না ভাটিয়া বলেন, ‘গানটিতে কাজ করার বিষয়টি সত্যি। স্ক্রিপ্টে চাহিদা থাকায় আমি মজার এই গানটি পারফর্ম করতে রাজি হয়েছি। ’
‘সারিলেরু নীকেব্বারুয়া’-এ আরও অভিনয় করছেন অভিনেত্রী রেশমিকা মানদান্না ও অভিনেতা প্রকাশ রাজ। নিজের গল্পে সিনেমাটি পরিচালনায় রয়েছেন অনিল রবিপুদু। প্রযোজনা করছে- একে এন্টারটেইনমেন্ট, জিএমবি এন্টারটেইনমেন্ট ও শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনস। ২০২০ সালের ১০ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাবে।
এই সিনেমাটি ছাড়াও তামান্না তামিল হরর কমেডি ‘পেট্রোমেক্স’ নিয়ে শিগগিরই হাজির হতে যাচ্ছেন। এটি তেলেগু ‘মাহি ভি. রাঘব’র রিমেক। ‘বলে চুড়িয়া’ ও ‘সাই রা নরসিংহ রেড্ডি’ সিনেমাতেও দেখা যাবে ‘হাউজফুল ৩’খ্যাত এই অভিনেত্রীকে।
বাংলাদেশ সময়: ১৭২১ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
জেআইএম