ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভারতে জ্যোতির অভিষেক সিনেমা দেখলেন কবরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
ভারতে জ্যোতির অভিষেক সিনেমা দেখলেন কবরী

২০০৫ সালে কিংবদন্তি অভিনেত্রী ও পরিচালক কবরী সারোয়ার নির্মিত ‘আয়না’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির। সম্প্রতি তার অভিষেক ঘটলো পশ্চিমবঙ্গের সিনেমাতেও। আর এই দারুণ মুহূর্তেও তিনি পাশে পেলেন নিজের প্রথম সিনেমার পরিচালককে।

মঙ্গলবার (১ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে কবরীর সঙ্গে তোলা দুইটি ছবি পোস্ট করে এ তথ্য জানান জ্যোতি। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘‘এটা আমার সৌভাগ্যই! ঘটনাচক্রে তিনিও দেখে ফেললেন ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’! বাংলাদেশে যার হাত ধরে আমার পর্দায় অভিষেক, ভারতের অভিষেকেও তাকে পাশে পেলাম! কিংবদন্তি কবরী।

গত ২৭ সেপ্টেম্বর ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ সিনেমাটি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। প্রদীপ্ত ভট্টাচার্যের নতুন এই সিনেমাটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’ উপন্যাসের প্রথম পর্বকে অবলম্বন করে নির্মিত।  

কবরী ছাড়াও জ্যোতির সিনেমাটি দেখেছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান।  

ভারতের নির্মাতা প্রদীপ্ত ভট্টাচার্যের পরিচালনায় ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’তে শ্রীকান্ত চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী আর রাজলক্ষ্মী হয়েছেন জ্যোতি। এতে আরও আছেন রাহুল, আর জে সায়নসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।