মঙ্গলবার (১ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে কবরীর সঙ্গে তোলা দুইটি ছবি পোস্ট করে এ তথ্য জানান জ্যোতি। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘‘এটা আমার সৌভাগ্যই! ঘটনাচক্রে তিনিও দেখে ফেললেন ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’! বাংলাদেশে যার হাত ধরে আমার পর্দায় অভিষেক, ভারতের অভিষেকেও তাকে পাশে পেলাম! কিংবদন্তি কবরী।
গত ২৭ সেপ্টেম্বর ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ সিনেমাটি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। প্রদীপ্ত ভট্টাচার্যের নতুন এই সিনেমাটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’ উপন্যাসের প্রথম পর্বকে অবলম্বন করে নির্মিত।
কবরী ছাড়াও জ্যোতির সিনেমাটি দেখেছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান।
ভারতের নির্মাতা প্রদীপ্ত ভট্টাচার্যের পরিচালনায় ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’তে শ্রীকান্ত চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী আর রাজলক্ষ্মী হয়েছেন জ্যোতি। এতে আরও আছেন রাহুল, আর জে সায়নসহ অনেকে।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
জেআইএম