বাঙালি হিন্দুর সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। পূজার সাথে রয়েছে বাঙালি সংস্কৃতির নিবিড় সম্পর্ক।
বিজন রায়ের সংগীতায়োজনে চতুর্থবারের নিবেদন এই গানটি। শুভজিৎ সাহার সুরে ও মিন্টু ভদ্রের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রতাপ দত্ত এবং শুভজিৎ সাহা।
টিম চ্যাপ্টার টু এর আগে ২০১৬ সালের দুর্গাপূজায় ‘মা ভবানী দুর্গা’, ২০১৭ সালে ‘পুজো পুজো ফিলিংস’, ২০১৮ সালে ‘বাজারে ঢাক বাজা’ শিরোনামে গান প্রকাশ করে। গানগুলো প্রতি বছরেই দুর্গোৎসবে আনন্দের সঙ্গী হয়। সংস্থাটির চতুর্থবারের নিবেদন ‘আর তোমারে ডাকব না মা’।
গানটি প্রসঙ্গে গীতিকার মিন্টু ভদ্র বাংলানিউজকে বলেন, গানটিতে একজন অভিমানী ভক্তের আর্তি প্রকাশিত হয়েছে। এবারের মাতৃবন্দনায় ভক্তি সংগীতের আদলে গানটিতে অশুভ শক্তির বিনাশের প্রার্থনা রয়েছে স্পষ্ট।
টিম চ্যাপ্টার টু’র পরিচালক ঋদ্ধ রাজু দে বলেন, ‘বিগত বছরগুলোতে আমরা দুর্গাপূজাকেন্দ্রিক গান উপহার দেওয়ার চেষ্টা করেছি। এবার ভজন সংগীতের আদলে অর্থাৎ শ্যামা সংগীতের ঘরানায় গানটি করার প্রয়াস করেছি। আশা করছি সংগীত পিপাসু মানুষের কাছে গানটি সমাদৃত হবে।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
এমকেআর