সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় মাছরাঙা টেলিভিশনে শুরু হবে ওই গানের আসর।
লোকসংগীতের ঐতিহ্য ও সংস্কৃতি অটুট এবং ভবিষ্যত প্রজন্মের জন্য যথাযথ আর্কাইভ তৈরির পাশাপাশি শিল্পীদের পাশে দাঁড়ানোর জন্য তাদের সঠিক মূল্যায়ন, গানের রাইটস ও রয়ালিটি যথাযথভাবে নিশ্চিত করার জন্য যাত্রা শুরু হয়েছিল সান ফাউন্ডেশনের।
যাত্রা শুরু করার পর থেকেই সান ফাউন্ডেশন বাংলা লোকসংগীতের প্রসার নিয়ে কাজ করে যাচ্ছে। লোকসংগীত বাংলাদেশের সব শ্রেণীর মানুষের কাছে সমান জনপ্রিয়।
বাংলাদেশের সবচেয়ে বড় ফোক রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার তৃতীয় আসরের অডিশন রাউন্ড অনুষ্ঠিত হবে বাংলাদেশের ৭টি অঞ্চল-ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, কুষ্টিয়া ও ময়মনসিংহে।
বাছাই করা এই প্রতিযোগীদের নিয়ে শুরু হবে ‘ম্যাজিক বাউলিয়ানার মূল প্রতিযোগিতা। পর্যায়ক্রমে এদের মধ্য থেকে সেরা তিন শিল্পীকে ম্যাজিক বাউলিয়ানার বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। বর্ণাঢ্য এই আয়োজন, তারকা শিল্পীদের অংশগ্রহণ আর প্রতিযোগীদের হাড্ডা হাড্ডি লড়াই দেখতে চোখ রাখুন মাছরাঙা টেলিভিশনের পর্দায়।
বিজয়ী প্রতিযোগীরা দেশ ও বিদেশের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পীদের সঙ্গে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের মঞ্চে গাওয়ার সুযোগ পাবেন।
ম্যাজিক বাউলিয়ানার এই আয়োজনে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন শফি মণ্ডল, ড. নাশিদ কামাল এবং চন্দনা মজুমদার।
ম্যাজিক বাউলিয়ানার আয়োজক মাছরাঙ্গা টেলিভিশন। পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড।
ক্রিয়েটিভ এবং ইভেন্ট পার্টনার মিডিয়া কম লিমিটেড। রেডিওপার্টনার রেডিওদিন-রাত, ওয়ারড্রোব পার্টনার-বিশ্বরঙ। অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বাংলানিউজটোয়েন্টিফোর ডট কম ও কালের কন্ঠ।
ম্যাজিক বাউলিয়ানার অডিশন সম্পর্কে বিস্তারিত তথ্য এবং নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন ম্যাজিক বাউলিয়ানার ওয়েবসাইট (www.magicbauliana.com.bd) ফেসবুক পেইজ (www.facebook.com/magic.bauliana) অথবা ফোন করতে পারেন এই নম্বরে ০৮০০০৮৮৮০০০
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এএটি