সিনেমাটির নয়টি গান এককভাবে গেয়েছেন আসিফ আকবর। শুটিং ও সম্পাদনার পর এটি সেন্সরবোর্ডে জমা দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘বাংলাঢোলের আন্তরিক প্রচেষ্টায় ‘গহীনের গান’-এ অভিনয় করেছি। এটি গড়পরতা কোনো সিনেমা নয়। সেন্সরের পর ডিসেম্বরে মুক্তি পেলেই বোঝা যাবে এর ভিন্নতা। আমার বিশ্বাস, এটি সবার মন ছুঁয়ে যাবে। ’
সাদাত হোসাইন বলেন, ‘এটি গানের সিনেমা, একইভাবে গল্পেরও। গান ও অভিনয় মিলিয়ে এক নতুন আসিফ আকবরকে আবিষ্কার করবেন সবাই। ’
‘গহীনের গান’ সিনেমায় আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, তমা মির্জা, আমান রেজা, কাজী আসিফ, তুলনা প্রমুখ।
সিনেমার ৯টি গানের বেশির ভাগই লিখেছেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুন মুন্সী। দুটি গান লিখেছেন রাজীব আহমেদ আর একটি লিখেছেন পরিচালক নিজেই। ‘বন্ধু তোর খবর কি রে’ গানটির সুর করেছেন পল্লব স্যানাল ও সংগীত পরিচালনা করেছেন পার্থ মজুমদার।
একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এর আগে কুমার বিশ্বজিতের গান নিয়ে নির্মিত হয়েছিল স্বল্পদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম ‘সারাংশে তুমি’।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
জেআইএম/