রাজউক সূত্র জানায়, সোমবার সকাল থেকে নিকেতন এলাকার কয়েকটি স্থানে রাজউকের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। তখন নিকেতন এলাকার ব্লক-ই’র ৬ নম্বর রোডে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নির্মাণাধীন ১০ তলা ভবনে অভিযান চালায় আদালত।
এছাড়া একই সময় নিকেতনের ৬ নং রোডের আবাসিক ১৫ নং হোল্ডিংয়ের কার-পার্কিংয়ের স্থলে নির্মিত বাণিজ্যিক হিসেবে পরিচালিত ১টি অফিস উচ্ছেদ করে পার্কিংয়ের জায়গা খালি করে দেওয়া হয়। কার-পার্কিংয়ের স্থলে সুপার শপ পরিচালনার দায়ে ২১ নং হোল্ডিংয়ের মালিককে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ‘ডেইলি শপিং’ নামক সুপার শপটি সীলগালা করেন ভ্রাম্যমান আদালত।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন ও অথরাইজড অফিসার মোহাম্মদ হোসেনের যৌথ নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এছাড়া সহকারী অথরাইজড অফিসার কায়সার পারভেজসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সেবাদানকারী সংস্থা সহায়তা প্রদান করে।
রাজউকের আওতাধীন আবাসিক এলাকায় যে সকল প্লট, ভবন ও ফ্ল্যাটস ইত্যাদি স্থাপনায় অননুমোদিত/অবৈধভাবে গেস্ট হাউজ, রেস্টুরেন্ট, হোটেল, বারসহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ফুটপাতে অবৈধ র্যাম্প নির্মিত হয়েছে সে সকল অননুমোদিত স্থাপনা/বাণিজ্যিক ব্যবহার বন্ধ করণে নিয়মিত উচ্ছেদ অভিযান করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
ইএআর/জেআইএম