মোস্তফা সরয়ার ফারুকী জানান, কিছুদিন আগে সিনেমাটির জন্য তাহসান চূড়ান্ত হয়েছেন। শিগগিরই এর শুটিং শুরু হতে যাচ্ছে।
পৃথিবীর চলমান অভিবাসন ও তার রাজনীতি প্রেক্ষাপটে নির্মিত হবে ‘নো ল্যান্ডস ম্যান’। অভিনয়ের পাশাপাশি এতে সহ-প্রযোজক হিসেবে থাকছেন নওয়াজউদ্দিনের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ম্যাজিক ইফ ফিল্মস’। নওয়াজ, ফারুকীর পাশাপাশি প্রযোজক হিসেবে থাকছেন স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
নওয়াজউদ্দিন ও তাহসান ছাড়াও সিনেমাটির কেন্দ্রীয় একটি চরিত্রে দেখা যাবে অস্ট্রেলিয়ান অভিনেত্রী মিশেল মেগানকে।
জানা গেছে, সিনেমাটির ৭০ ভাগ শুটিং হবে নিউইয়র্কে। বাকি ৩০ ভাগ শুটিং হবে বাংলাদেশ, ভারত ও অস্ট্রেলিয়ায়। ইংরেজি ভাষার পাশাপাশি উর্দু, হিন্দি এবং বাংলায় থাকবে এ সিনেমার সংলাপ। এটি ফারুকী ও নওয়াজউদ্দিনের প্রথম ইংরেজি ভাষার সিনেমা।
২০১৪ সালে বুসান চলচ্চিত্র উৎসবে এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয় ‘নো ল্যান্ডস ম্যান’র চিত্রনাট্য। এ ছাড়া ভারতের এনএফডিসি আয়োজিত ফিল্ম বাজারে শ্রেষ্ঠ প্রজেক্টের পুরস্কারও জিতেছে সিনেমাটি।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
জেআইএম