শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘স্বপ্ন মধুর মোহে’ শীর্ষক এই হারানো দিনের গানের অনুষ্ঠানের আয়োজন করে ঋষভ সংগীত অঙ্গন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক ড. নীপা চৌধুরী।
প্রথমেই শিল্পীরা গান গেয়ে উঠেন যুগল বন্দিতে। এসময় তারা গেয়ে শোনান ‘এই তো হেথায়’। এরপর দ্বৈতকণ্ঠে তারা গেয়ে শোনান ‘তুমি যে আমার কবিতা’ ও ‘কে প্রথম কাছে এসেছি’।
একক কণ্ঠে ছায়া কর্মকার গেয়ে শোনান ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে’, ‘ঐ সুর ভরা দূর নীলিমা’, ‘মায়াবতী’, ‘এমনি বরষা ছিল’, ‘এখনো সারেঙ্গীয়া’, ‘নদীর যেমন ঝরনা’, ‘তখন তোমার একুশ বছর বয়স’ প্রভৃতি গানগুলো।
অনিরুদ্ধ সেনগুপ্ত গেয়ে শোনান ‘এক তাজমহল’, ‘কী দেখি’, ‘চলিতে চলিতে পথে’, ‘রঙ্গিন কত মন’, ‘মন বলে আমি মনের’, ‘আমি ঝড়ের কাছে’ ও ‘খোঁপায় ঐ গোলাপ’সহ বিভিন্ন পুরনো দিনের গান।
আয়োজনে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক ড. নীপা চৌধুরী বলেন, বাংলা গান এমনিতেই অনেক সমৃদ্ধ। আর এই পুরনো গানগুলোতে মিশে আছে আলাদা ভালোলাগা, মাধুর্য। যা কখনোই ম্লান হবে না। বরং থেকে যাবে দীর্ঘসময়।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
এইচএমএস/টিএ