টেলিফিল্মটির গল্প লিখেছেন স্বরূপ চন্দ্র দে। শহরের মধ্যবিত্ত এক পরিবারে বাবার জুয়ার চক্রে জড়িয়ে পড়ার গল্প নিয়ে তৈরি হয়েছে গেম ওভারের মূল কাহিনী।
গল্পে দেখা যাবে, এক ভয়ংকর খেলায় মেতে উঠেছেন দুজন জুয়ারি। তাদের এই ভয়ংকর খেলার নির্মম শিকার মধ্যবিত্ত পরিবারের ছেলে আবিদ।
পরিচালক সঞ্জয় সমাদ্দার বলেন, ‘শ্বাসরুদ্ধকর গল্পে টেলিফিল্মটি নির্মিত হয়েছে। সব মিলিয়ে বলা যায়, এতে রয়েছে ভিন্নতার স্বাদ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ট্রেলার প্রকাশ পাবে, আর পুরো টেলিফিল্ম ৫ ডিসেম্বর লাইভ টেক ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে। ’
লাইভ টেকনোলজির ব্যানারে টেলিফিল্মে অপূর্ব ও মেহজাবীনের পাশাপাশি অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শম্পা রেজা, লরেন মেন্ডিস প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
জেআইএম/ওএফবি