ডিসেম্বরে মুক্তি পাচ্ছে চয়নিকা চৌধুরী পরিচালিত ও পরীমনি-সিয়াম অভিনীত সিনেমা ‘বিশ্ব সুন্দরী’। সিনেমাটিতে থাকছে দ্বৈতকণ্ঠের একটি দেশাত্মবোধক গান।
সবুজ-শ্যামলে ভরা এ দেশ আমার/লুটে নিয়েছিল হায়েনারা/সে দেশ রক্ষায় রুখে দাঁড়িয়ে/জীবন বাজি রেখেছিল যারা- এমন কথার গানটির সুর-সংগীতায়োজন করেছেন সদ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত সংগীত পরিচালক ফরিদ আহমেদ।
এ গান প্রসঙ্গে ফরিদ আহমেদ বাংলানিউজকে বলেন, ‘সাবিনা ইয়াসমীনের জন্য আগেও আমি বেশ কয়েকটি দেশাত্মবোধক গান করেছি। এর মধ্যে এই গানটি আমার তৈরি অন্যতম একটি দেশের গান। সাবিনা ইয়াসমীনের সঙ্গে গানটি পুলকও বেশ ভালো গেয়েছেন। এককথায়, গানটিতে আমার বেশ ভালোলাগা রয়েছে। ’
‘সব ক’টা জানালা খুলে দাও না’, ‘সেই রেল লাইনের ধারে’, ‘জন্ম আমার ধন্য হলো মাগো’, ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’, ‘ও আমার বাংলা মা তোর’, ‘সুন্দর সুবর্ণ-তারুণ্য লাবন্য’, ‘ও মাঝি নাও ছাইড়া দে’সহ আরও অনেক দেশাত্মবোধক জনপ্রিয় গান উপহার দিয়েছেন সাবিনা ইয়াসমীন। পাশাপাশি অডিও-প্লেব্যাক মিলিয়ে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় আধুনিক গান।
এদিকে ‘বিশ্ব সুন্দরী’র মাধ্যমে প্রথমবার একসঙ্গে জুটি বাঁধলেন সিয়াম-পরীমনি। এতে সিয়াম স্বাধীন আর পরীমনি শোভা চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, সীমান্ত প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
ওএফবি