বুধবার (২৮ নভেম্বর) সামাজিক মাধ্যমে কবি হরিবংশ রাই বচ্চনের একটি দুর্লভ ছবি শেয়ার করেন ‘বিগ বি’। ছবিতে দেখা যায়, কোলকাতার এক কবি সম্মেলনে হরিবংশ হাস্যোজ্জ্বল ভঙ্গিমায় বসে আছেন।
হরিবংশ রাই বচ্চন ভারতের অন্যতম কবি ও সাহিত্যিক ছিলেন। ১৯০৭ সালের ২৭ নভেম্বর আগ্রায় তার জন্ম। ২০০৩ সালের ১৮ জানুয়ারিতে ৯৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। ২০০৩ সালে ভারত সরকার তার সম্মানে ডাকটিকিট প্রবর্তন করে। তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে ‘আকুল অন্তর’, ‘একান্ত সংগীত’, ‘সূত কি মালা’, ‘আরতি অউর অঙ্গারি’ ইত্যাদি উল্লেখ্যযোগ্য।
এদিকে ৭৭ বছর বয়সী অমিতাভ বচ্চন বলিউডে তার সুবর্ণ জয়ন্তী সম্পন্ন করেছেন। চলতি ৫০তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় তাকে ‘আইকন অব গোল্ডেন জুবিলি’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সম্প্রতি দক্ষিণী মেগাস্টার চিরঞ্জীবীর সঙ্গে ‘সাই রা নরসিংহ রেড্ডি’ সিনেমায় বিশেষ চরিত্রে উপস্থিত হন বলিউডের ‘শাহেনশাহ’। আগামীতে আয়ুষ্মান খুরানার ‘গুলাবো সিতাবো’ এবং এমরান হাশমির ‘চেহরে’ সিনেমায় দেখা যাবে তাকে।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
এমকেআর