ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জয়া আহসান ও প্রসেনজিতের সম্পর্কের রসায়ন নিয়ে ‘রবিবার’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
জয়া আহসান ও প্রসেনজিতের সম্পর্কের রসায়ন নিয়ে ‘রবিবার’ ‘রবিবার’ সিনেমার পোস্টার

বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান ও কলকাতার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একসঙ্গে জুটি বাঁধা প্রথম সিনেমা ‘রবিবার’। সিনেমাটি মুক্তি পাবে চলতি ডিসেম্বর মাসের ২৭ তারিখে।  
 

কী আছে প্রসেনজিৎ-জয়ার ‘রবিবার’ সিনেমায়? সম্পর্কের স্মৃতি, নাকি নয়া সমীকরণ? তারা একসঙ্গে থাকতে পারবেনা, আবার আলাদা হয়ে যাওয়াটাও সম্ভব নয়। ঘৃণা, প্রেম ও প্রতারণার মিশেলে তাদের সম্পর্ক বন্ধুর অথচ অটল।

এমনই এক জটিল সম্পর্ক ফুটে উঠেছে ‘রবিবার’ সিনেমায়।

সাপ্তাহিক ছুটির দিন রবিবার মানেই একসঙ্গে থাকা, আড্ডা, খাওয়া-দাওয়া। মন খারাপ, মান-অভিমান ভুলে নতুন করে শুরু করা।  

অসীমাভ ও সায়নীর ভেঙে যাওয়া সম্পর্কের নয়া সমীকরণও তৈরি হয় এই রবিবারে। বছর পনের পর হঠাৎ এক রবিবারে দেখা হয় তাদের। বিষন্ন, মন কেমনের মাঝে পুরনো স্মৃতিরা ভিড় করে আসে। এমনই এক সম্পর্কের কাহিনী বুনেছেন অতনু ঘোষ।

এই চিত্রনাট্যেই প্রথমবার একসঙ্গে পর্দায় আসছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জয়া আহসান। শনিবার মুক্তি পেল সিনেমাটির ট্রেলার এবং প্রথম ঝলকেই নাড়া দিল দর্শকদের।

দেখুন ‘রবিবার’ সিনেমার ট্রেলার:

এর আগে অতনু ঘোষের সঙ্গে ‘বিনিসুতো’য় কাজ করেছেন জয়া আহসান। ‘বিনিসুতো’য় জয়ার বিপরীতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।