অনুপম খের তার টুইটার পোস্টে জানান, ১৯৮৮ সালে যশ চোপড়ার সিনেমা ‘বিজয়’র শুটিং সেটে এই দুর্লভ ছবিটি তোলা হয়েছিল। এটি যখন তোলা হয়, তখন অনুপমের বয়স ছিল মাত্র ৩৩ বছর।
মজার ব্যাপার হলো, সেই ৩৩ বছর বয়সেই অনুপম হেমা মালিনির বাবা এবং রাজেশ খান্নার শ্বশুর চরিত্রে অভিনয় করেন। একইসঙ্গে ঋষি কাপুর ও অনিল কাপুরের দাদুর চরিত্রও ছিল সেটা। মূলত এই চরিত্রটিতে অভিনয় করার কথা ছিল ভারতীয় সিনেমার কিংবদন্তি দিলীপ কুমারের। কিন্তু বিশেষ পরিস্থিতিতে তার পরিবর্তে শ্বশুরের ভূমিকায় অবতীর্ণ হতে হয়েছিল যুবক অনুপমকে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) পুরনো অ্যালবাম ঘেঁটে এই সোনালি দিনের ছবিটি সবার সঙ্গে শেয়ার করেন অনুপম খের। ছবিতে তার সঙ্গে রয়েছেন বলিউডের একঝাঁক চিরসবুজ তারকা। এই ধূসর ছবিটিতে রয়েছেন রাজেশ খান্না, ঋষি কাপুর, হেমা মালিনি, অনিল কাপুর, মৌসুমী চ্যাটার্জি ও সিনেমাটির পরিচালক যশ চোপড়া।
‘বিজয়’ (১৯৮৮) সিনেমায় অনবদ্য অভিনয়ের স্বীকৃতি স্বরূপ সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড লাভ করেন অনুপম খের।
আরও পড়ুন: অনুপম খেরের আত্মজীবনী প্রকাশনায় ঋষি কাপুর
অনুপম খেরের সবশেষ সিনেমা ‘হোটেল মুম্বাই’ এখন প্রেক্ষাগৃহে চলছে। সম্প্রতি তার আত্মজীবনী প্রকাশিত হয়েছে, ‘লেসনস লাইফ টট মি আননোয়িংলি’।
আরও পড়ুন: ‘হোটেল মুম্বাই’ আমাকে সবার উপরে মানবতা শেখায়: অনুপম খের
বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
এমকেআর