৯০ বছর বয়সী এই শিল্পীকে ১১ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। তার শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল।
লতা মঙ্গেশকরের ভাগনি রচনা শাহ ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, তিনি এখন ভালো আছেন। সবখান থেকেই তার জন্য এতো এতো প্রার্থনা ও শুভ কামনা সত্যিই কাজে লেগেছে। আমরা প্রক্যেককেই ধন্যবাদ জানাতে চাই।
তবে মঙ্গেশকর এখনও আইসিইউতে আছেন নাকি ভেন্টিলেটরে আছেন তা জানা যায়নি।
সাত দশকের সুদীর্ঘ ক্যারিয়ারে লতা মঙ্গেশকর বিভিন্ন ভাষায় ৩০ হাজারেরও বেশি গান গেয়েছেন। ভারতীয় সিনেমায় তাকে অন্যতম শ্রেষ্ঠ প্লেব্যাক সিঙ্গার হিসেবে বিবেচনা করা হয়।
২০০১ সালে তাকে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মাননা ‘ভারত রত্ন’ উপাধিতে ভূষিত করা হয়।
আরও পড়ুন: লতা মঙ্গেশকরের ৯০ বছর
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
এমকেআর