মঙ্গলবার (৩ ডিসেম্বর) স্পটিফাই ঘোষণা দেয়, গত ১০ বছরে ড্রেক’র গান সর্বোচ্চ ২৮ বিলিয়ন অর্থাৎ ২ হাজার ৮০০ কোটিবার স্ট্রিমিং হয়েছে। ড্রেক হচ্ছেন কিং অব স্ট্রিমিং।
এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন এড শিরান। এছাড়াও সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন পোস্ট ম্যালোন, আরিয়ানা গ্রান্ডে ও এমিনেম।
শিরানের ‘শেপ অব ইউ’ ছিল গত দশকের সর্বাধিকবার দেখা গান।
শুধু ২০১৯ সালে বিশ্বজুড়ে সর্বোচ্চ স্ট্রিমড শিল্পী হলেন পোস্ট ম্যালোন। এরপর বিলি ঈলিশ, গ্রান্ডে, শিরান ও ব্যাড বানি রয়েছেন সেরা পাঁচে।
এদিকে ঈলিশ তার প্রথম অ্যালবামেই বাজিমাত করেছেন। তার অভিষেক অ্যালবাম ‘হোয়েন উই অল ফল অ্যাস্লিপ, হোয়্যার ডু উই গো?’ চলতি বছরে সবচেয়ে বেশিবার স্ট্রিমিং হয়েছে।
চলতি বছরের সর্বাধিকবার স্ট্রিমড গানটি হলো শন মেন্ডিস ও ক্যামিলা ক্যাবেলোর ‘সেনোরিটা’।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
এমকেআর