ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভালো জিনিস তৈরিতে সময় লাগে: আলিয়া ভাট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৯
ভালো জিনিস তৈরিতে সময় লাগে: আলিয়া ভাট

চলতি বছরের প্রথম ভাগে শুরু হয় বলিউড সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’র শুটিং। বছর শেষেও তা শেষ হয়নি। বর্তমানে ভারতের হিমাচল প্রদেশের মানালিতে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ চলছে। রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে মানালিতে শুটিং করছেন অমিতাভ বচ্চন।

লম্বা সময় ধরে চলছে ‘ব্রহ্মাস্ত্র’র শুটিং। তবে এটি ২০১৯ সালে মুক্তি পাওয়ার কথা ছিল।

কিন্তু সেই তারিখ পিছিয়েছে বহুবার। অবশেষে ২০২০ সালের গ্রীষ্মে নাকি অয়ন মুখার্জির বিজ্ঞান কল্পকাহিনী ট্রিলজির প্রথম ভাগ মুক্তি পাবে।

এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আলিয়া ভাট বলেন, ‘এটি (ব্রহ্মাস্ত্র) একেবারে ভিন্ন ধরনের সিনেমা, আর ভালো জিনিস তৈরিতে সময় লাগে। ’ 

সিনেমাটি প্রযোজনার করছে ধর্ম প্রোডাকশন। এরই মধ্যে বুলগেরিয়া, নিউইয়র্ক ও মুম্বাইয়ে এটির শুটিং হয়েছে। ‘ব্রহ্মাস্ত্র’র বিশেষ চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। আরও রয়েছেন- নাগারজুনা, মৌনি রায় ও ডিম্পল কপাড়িয়াসহ অনেকে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।