ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বিনোদন

‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’র চেয়েও জনপ্রিয় ‘কবির সিং’!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’র চেয়েও জনপ্রিয় ‘কবির সিং’!

দীর্ঘ দশ বছর ধরে হলিউড বক্স অফিসে শ্রেষ্ঠত্বের জায়গায় আসীন ছিল জেমস্ ক্যামেরনের সিনেমা ‘অ্যাভাটার’। ২০১৯ সালে এই রেকর্ড ভেঙে সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমার তকমা পেয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’।

বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও ডিজনি-মার্ভেলের সিনেমাটি জনপ্রিয়তা পেয়েছে এবং রেকর্ড পরিমাণ আয় করেছে। তবে এই সিনেমাটির চেয়েও ২০১৯ সালে ভারতে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে আলোচিত হিন্দি সিনেমা ‘কবির সিং’! যেখানে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’র অবস্থান দ্বিতীয়তে।

এমন তথ্য দিয়েছে গুগল ইন্ডিয়া।

প্রতি বছরের মতো এবারও প্রতিষ্ঠানটি গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে যে সিনেমাগুলো, সে তালিকা প্রকাশ করেছে।

এ বছর অন্য সব সিনেমাকে পেছনে ফেলে বক্স অফিসে ২০০ কোটি রুপি আয়ের শহীদ কাপুর অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘কবির সিং’ শীর্ষস্থানে দখল করে নিয়েছে। এটি তামিল ‘অর্জুন রেড্ডি’র রিমেক।

তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে যথাক্রমে রয়েছে ‘জোকার’, ‘ক্যাপ্টেন মার্ভেল’ ও ‘সুপার ৩০’।  

তালিকার শীর্ষ দশে রয়েছে- ‘মিশন মঙ্গল’, ‘গালি বয়’, ‘ওয়ার’, ‘হাউজফুল ৪’ এবং ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’।  

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।