গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিনা কর্তনে সিনেমাটি প্রেক্ষাগৃহ মুক্তির জন্য সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। বিষয়টি পরিচালক নিজেই নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার (৮ ডিসেম্বর) সেন্সরে বোর্ডে ‘কাঠবিড়ালী’ জমা দেওয়া হয়। এরপর মঙ্গলবার ছাড়পত্র পেয়েছে। বোর্ডের সদস্যরা সিনেমা দেখে প্রশংসা করেছেন।
‘আমাদের স্বপ্নের সিনেমা ‘কাঠবিড়ালী’। এতে যারা কাজ করেছেন, সবাই সবার সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। খুব শিগগির এটি মুক্তি দেবো’, যোগ করেন তিনি।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া ও আসাদুজ্জামান আবীর।
এ প্রসঙ্গে ‘আবার বসন্ত’খ্যাত অভিনেত্রী বলেন, গত দুই বছর ধরে সিনেমাটি লালন করছি, বড় করছি। এবার এটি মুক্তি দেওয়ার অপেক্ষা। ‘কাঠবিড়ালী’ নিয়ে আমাদের পুরো টিমের প্রত্যাশা অনেক। এর গল্প, দৃশ্যায়ন ও সবার অভিনয় সব কিছুই দর্শকদের অন্য রকম অনুভূতি দেবে। আমার প্রত্যাশা থাকবে কাঠবিড়ালী সবার মাঝে ছড়িয়ে পড়ুক।
সিনেমাটির প্রকাশিত টিজারে পাবনার ভাঙ্গুরার গজারমারা গ্রামে শুটিং হওয়া সিনেমাটির গল্পের গভীরতার কিছুটা ইঙ্গিত দেওয়া হয়েছে। যাতে দেখানো হয়েছে মানব-মানবীর চিরায়ত সম্পর্কের নাটকীয়তা।
নিয়ামুল মুক্তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘চিলেকোঠা ফিল্মস’র ব্যানারে নির্মিত হয়েছে ‘কাঠবিড়ালী’।
এতে আরও অভিনয় করেছেন সাইদ জামান শাওন, শাহরিয়ার ফেরদৌস সজিব, শিল্পী সরকার অপু, হিন্দোল রায়, এ কে আজাদ সেতু, তানজিনা রহমানসহ অনেকে। চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
জেআইএম