ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্ত্রীকে পেঁয়াজের দুল উপহার অক্ষয়ের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
স্ত্রীকে পেঁয়াজের দুল উপহার অক্ষয়ের স্ত্রীকে পেঁয়াজের দুল উপহার অক্ষয়ের

স্বামীর কাছ থেকে ব্যতিক্রমী এক উপহার পেলেন বলিউড তারকা অক্ষয় কুমারের স্ত্রী ও অভিনেত্রী-লেখক টুইঙ্কেল খান্না। আর সেই উপহারটি হলো কানের এক জোড়া পেঁয়াজের দুল।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে টুইঙ্কেল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই উপহারটি পোস্ট করেছেন। সেখানে লিখেছেন, ‘অক্ষয় কপিল শর্মার শো থেকে এসে এই দুল জোড়া দিয়ে বললো, পেঁয়াজের এই দুল কারিনাকে দেখিয়েছিল।

কিন্তু এটি তার পছন্দ হয়নি। জানি তুমি খুশি হবে, তাই তোমার জন্য নিয়ে এলাম এই উপহার। ’

এই উপহার পেয়ে টুইঙ্কেল সত্যিই যে খুব খুশি হয়েছেন, সেটিও তিনি সেই পোস্টে প্রকাশ করেছেন।

বাংলাদেশে পেঁয়াজের সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ট্রল হয়েছে। এই সংকট ভারতেও দেখা দিয়েছে। বলা যায়, পেঁয়াজের ঝাঁজ পৌঁছে গেছে বলিউড তারকাদের কাছেও।

এদিকে ২৭ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে অক্ষয় কুমার ও কারিনা কাপুর অভিনীত কমেডি সিনেমা ‘গুড নিউজ’। রাজ মেহতা পরিচালিত এই সিনেমায় অক্ষয়-কারিনা জুটি ছাড়াও রয়েছেন কিয়ারা আদভানি-দিলজিৎ দোসাঞ্জ।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।