ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দেড় কোটি টাকায় বিক্রি হলো জন লেননের সানগ্লাস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
দেড় কোটি টাকায় বিক্রি হলো জন লেননের সানগ্লাস

বিশ্বনন্দিত রক ব্যান্ড ‘বিটলস’খ্যাত তারকা জন লেননের একজোড়া সানগ্লাস প্রায় ১ কোটি ৫৬ লাখ টাকায় বিক্রি হলো।

গোলাকার ফ্রেমের এই চশমাটি ১৯৬৮ সালের গ্রীষ্মে রিঙ্গো স্টারের মারসিডিসের পেছন দিকে ফেলে রেখে গিয়েছিলেন জন লেনন।  

সাবেক ড্রাইভার অ্যালান হেরিং গত শুক্রবার (১৩ ডিসেম্বর) লন্ডনে এটি নিলামে বিক্রি করেন।

তিনি জানান, তিনি তখনই চশমাটিকে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখেছিলেন।  

তিনি বলেন, আমি জনকে জিজ্ঞাসা করেছিলাম, আমি এটা তার জন্য মেরামত করে দেব কিনা। তিনি এ নিয়ে আমাকে উদ্বিগ্ন হতে না করে বলেছিলেন, এটা শুধু দেখার জন্য।

হেরিং বলেন, এরপর তিনি কখনোই এটা মেরামত করেননি।  

জন লেননের ব্যবহৃত সানগ্লাস

শুক্রবার নিলামে এক নাম অপ্রকাশিত ব্যক্তি এই সানগ্লাসটি ১ লাখ ৩৭ হাজার ৫০০ পাউন্ড অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৫৬ লাখ টাকা দিয়ে কিনে নেন।  

এই নিলামে বিটলসের আরও কিছু স্মারক বস্তু বিক্রি করা হয়। এর মধ্যে একটি নেকলেস রয়েছে যা জর্জ হ্যারিসন পরতেন। এটি ১০ হাজার পাউন্ডে বিক্রি হয়।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।