ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

বিনোদন

মঞ্চে আসছে আবৃত্তি একাডেমির ৬০তম প্রযোজনা 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
মঞ্চে আসছে আবৃত্তি একাডেমির ৬০তম প্রযোজনা  মঞ্চে আসছে আবৃত্তি একাডেমির ৬০তম প্রযোজনা 

কবি রাম চন্দ্র দাসের কবিতা অবলম্বনে নিজেদের ৬০তম প্রযোজনা নিয়ে মঞ্চে আসছে দেশের স্বনামধন্য আবৃত্তি সংগঠন আবৃত্তি একাডেমি। সংগঠনটির পরিচালক মৃন্ময় মিজানের গ্রন্থনা ও নির্দেশনায় এই আবৃত্তি প্রযোজনায় অংশ নিচ্ছে একঝাঁক নবীন ও প্রবীণ আবৃত্তিশিল্পী।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় রাজধানীর শাহবাগস্থ সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে মঞ্চস্থ হবে প্রযোজনাটি।
  
এতে থাকছে দেশাত্মবোধক ও জীবনমুখী কবিতা-গান।

থাকছে সমাজের নানা দিক নিয়ে ব্যঙ্গাত্মক কবিতা। প্রযোজনায় ফুটে উঠবে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য।

আবৃত্তি একাডেমির বাচিকশিল্পীরা ছাড়াও এই প্রযোজনায় অংশ নেবেন দেশবরেণ্য আবৃত্তিশিল্পীগণ। এছাড়াও অংশ নিচ্ছে ক্ষুদে আবৃত্তিশিল্পীদের সংগঠন ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমি।  

এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। এছাড়া সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠান উপভোগ করবেন।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।