শুক্রবার (২০ ডিসেম্বর) হরিগঞ্জের চুনারুঘাটে, ২৫ ডিসেম্বর নগরীর শিল্পকলা একাডেমি এবং ২৭ ডিসেম্বর পাবনার বনমালী থিয়েটারে মঞ্চস্থ হবে এই নাটক।
২০০১ সালে ১৪ জানুয়ারি রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির মঞ্চে নাটকটির প্রথম প্রদর্শনী হয়।
অর্থাৎ সুদীর্ঘ বিরতি শেষে ২০১৭ সালের ১০ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি পুনরায় মঞ্চস্থ হয়। যে কারণে চরিত্রগুলোতে বেশিরভাগ নতুন মুখ নিয়ে মঞ্চে হাজির হয়েছে দলটি।
নাটকটির প্রধান চরিত্র ‘একলব্য’ রূপায়ন করতেন প্রয়াত দিলীপ চক্রবর্তী। মূলত তার অনুপস্থিতির কারণেই এর মঞ্চায়ন স্থগিত ছিল। বর্তমানে ‘একবল্য’ চরিত্রে অভিনয় করছেন মামুন চৌধুরী রিপন। এর আগে নাটকটির ‘দ্রৌপদী’ চরিত্রে একাধিকজন অভিনয় করেছেন। বর্তমানে এই চরিত্রে অভিনয় করছেন বন্যা মির্জা।
নাটকটির সহকারি নির্দেশকের দায়িত্ব পালন করছেন অয়ন চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
ওএফবি