ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

দ্বিতীয় সন্তানের বাবা হলেন আতিফ আসলাম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
দ্বিতীয় সন্তানের বাবা হলেন আতিফ আসলাম

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম জানান দিলেন, তিনি দ্বিতীয়বার বাবা হয়েছেন। 

সম্প্রতি আতিফের স্ত্রী সারা ভারওয়ানা জন্ম দিয়েছেন তাদের দ্বিতীয় পুত্রসন্তান। ইন্সটাগ্রামে পুত্রসন্তানের ছবি শেয়ার করেছেন আতিফ।

সঙ্গে জানিয়েছেন, মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। সবার দোয়া চাইতেও ভুল করেননি জনপ্রিয় এই শিল্পী।  

গত ২১ ডিসেম্বর আতিফের স্ত্রী সারা জন্ম দেন তাদের দ্বিতীয় পুত্রসন্তানের। এই দম্পতি তাদের পুত্রসন্তানের নাম রেখেছেন ‘আলহামদুলিল্লা’।  

বলিউডে বহু সংখ্যক জনপ্রিয় সংগীতের শিল্পী আতিফ আসলাম। ‘জহর’, ‘রেস’, ‘আজব প্রেম কি গজব কাহানি’ থেকে শুরু করে ‘বদলাপুর’, ‘রুস্তম’ ইত্যাদি সিনেমায় দারুণ জনপ্রিয় অনেক গান উপহার দিয়েছেন আতিফ আসলাম।  

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।