ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

থিম গানেই দর্শকের মনে দোলা দিল ‘তানহাজি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
থিম গানেই দর্শকের মনে দোলা দিল ‘তানহাজি’

বহু বছর পর আবারও জুটি বেধেছেন অজয় দেবগণ ও কাজল। তাদের বহু প্রতীক্ষিত সিনেমা ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ নিয়ে আসছে ২০২০ সালের অন্যতম চমক। বড়দিনকে সামনে রেখে সিনেমাটির প্রথম গান উপহার দিলেন এর নির্মাতারা। আর প্রথম গানটিই দর্শকদের মন দারুণভাবে ছুঁয়ে গেছে। 

২০২০ সালের শুরুতেই বড় চমকটা দেখাবেন অজয় দেবগণ। ১০ জানুয়ারিতেই বড় পর্দায় আসবে ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’।

সিনেমাটিতে অজয়ের সঙ্গে অভিনয় করেছেন কাজল, সাইফ আলি খান, শরদ কেলকর ও আরও অনেকে।  

বড়দিনের আগেই সিনেমাটির নির্মাতারা প্রথম গান উপহার দিলেন। ‘ঘামান্ড কর’ শিরোনামের গানটি তানহাজির থিম সং। মন ছুঁয়ে যাওয়া কথা ও অসাধারণ সুর ও সংগীতায়োজন রয়েছে গানটিতে।

গানটির সুর দিয়েছেন সচেত ও পরম্পরা। গানটি গেয়েছেনও তারা। আর গীতিকার হলেন অনিল বর্মা।

দেখুন ‘ঘামান্ড কর’ গান:

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।