ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

বিনোদন

পলাশের সুমধুর কণ্ঠে আজান, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
পলাশের সুমধুর কণ্ঠে আজান, ভিডিও ভাইরাল

ঢাকা: আজানের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করে প্রশংসায় ভাসছেন হার্ড রক ও মেটাল ঘরানার সঙ্গীতদল ওয়ারফেজের লিড ভোকাল পলাশ নূর।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে পলাশ নূরের ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হয়।

ভিডিওটি দেখুন এখানে>>>

ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমাদের অফিসের নীচে একটা নামাজ ঘর আছে।

যেখানে মাগরিবের আযানটা আমি মাঝে মাঝেই দেই আমাদের ইমাম সাহেব ও কয়েকজন বড়ভাই, কলিগদের অনুরোধে। এটা তাদের আমার প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। আজ বড়ভাই-সহকর্মী ডিউকভাই আযানের একটা ভিডিও করে ফেললো। ভাবলাম সাউন্ডটাতে একটু রিভার্ভ দিয়ে আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমার কাছে আযান পৃথিবীর শ্রেষ্ঠ সুর। আমার ছোট বেলা থেকেই স্বপ্ন বড় কোনো মসজিদে আযান দেয়া। যদিও সে যোগ্যতা আমার নেই। তাতে কি হয়েছে নিজেদের অফিসেতো দেই। আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করেছেন। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন। আমিন। ’

ইতোমধ্যে ওই পোস্টে ১০ হাজারের মতো রিঅ্যাক্ট এবং দুইশতাধিক কমেন্ট জমা পড়েছে। শেয়ার হয়েছে ১ হাজার ৪শ বারেও বেশি।

আরও পড়ুন: বছরের আলোচিত পাঁচ গান 

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।