ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিয়ের উৎসব মাতাতে মুক্তার কণ্ঠে ‘নাচো গো কন্যা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
বিয়ের উৎসব মাতাতে মুক্তার কণ্ঠে ‘নাচো গো কন্যা’ বিয়ের উৎসব মাতাতে মুক্তার কণ্ঠে ‘নাচো গো কন্যা’

আমাদের দেশের বিয়ের অনুষ্ঠানগুলোতে সাধারণত হিন্দি বা কলকাতার বাংলা সিনেমার গানই বেশি বাজানো হয়। কারণ বিয়ে নিয়ে আমাদের দেশে গান হয়েছে খুবই কম। এমনই ধারণা থেকে বিয়ের গান কণ্ঠে তুললেন কণ্ঠশিল্পী নাদিরা মুক্ত।

মুক্তর কণ্ঠের এই গানের শিরোনাম ‘নাচো গো কন্যা’। ওয়ালিদ আহমেদের কথায় গানটির সুর করেছেন নির্ঝর চৌধুরী।

সংগীতায়োজনে মার্সেল। গানটির ভিডিও পরিচালনা করেছেন ওয়ালিদ আহমেদ নিজেই।  

ভিডিও’র নাচের কোরিওগ্রাফি করেছেন নৃত্য পরিচালক সাব্বির আহমেদ বিজু। ভিডিওতে পারফর্ম করেছেন ইমতু, সিন্থিয়া, ইমরোজসহ একঝাঁক মডেল।

এই গান প্রসঙ্গে নাদিরা মুক্তা বলেন, শীতকালে আমাদের দেশে বিয়ের ধুম পড়ে যায়। এসব বিয়ের অনুষ্ঠানে বিয়ের গান বলতে সেগুলো বাজানো হয়, সেগুলোর অধিকাংশই ভিনদেশি গান। তাই আমি চেয়েছি দেশিয় ফ্লেভারে একটি বিয়ের গান করতে। আমার বিশ্বাস শ্রোতারা আমার কণ্ঠের এই গানটি পছন্দ করবেন।

সম্প্রতি রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে ‘নাচো গো কন্যা’ গানের ভিডিও’র প্রকাশনা অনুষ্ঠান হয়। এটি প্রকাশ পেয়েছে সাদামাটা’র ইউটিউব চ্যানেল ও মোবাইল অ্যাপসে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।