ভারতীয় চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান রাখায় অমিতাভ বচ্চনকে এই সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হলো। এই অ্যাওয়ার্ডে একটি সোনার পদ্মফুল ও নগদ ১০ লাখ রুপি পুরস্কার দেওয়া হয়।
গত সোমবার (২৩ ডিসেম্বর) দিল্লির বিজ্ঞান ভবনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভারতের উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভেদকর। তবে সেদিন শারীরিক অসুস্থতার জন্য উপস্থিত হতে পারেননি দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য মনোনীত বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন। এক টুইট বার্তায় তিনি জানান, আমি জ্বরে আক্রান্ত। কোথাও ভ্রমণের অনুমতি নেই। তাই দিল্লিতে আয়োজিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠানে অংশ নিতে পারছি না। আমার দুর্ভাগ্য। দুঃখ প্রকাশ করছি।
আরও পড়ুন: দাদাসাহেব ফালকে পুরস্কার নিতে যাচ্ছেন না অমিতাভ বচ্চন
১৯৬৯ থেকে দাদাসাহেব ফালকে পুরস্কার দিচ্ছে ভারত সরকার। সত্যজিৎ রায়, রাজ কাপুর, গুলজার, বিনোদ খান্নার মতো কিংবদন্তিরা এ সম্মাননা পেয়েছেন। এই তালিকায় সবশেষ সংযোজন হলেন অমিতাভ বচ্চন।
৭৭ বছর বয়সী অভিনেতা অমিতাভ বচ্চনের দীর্ঘ ও বর্ণিল ক্যারিয়ারে ইতোপূর্বে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। এই সিনেমাগুলো ছিল ‘অগ্নিপথ’, ‘ব্ল্যাক’, ‘পা’ ও ‘পিকু’।
২০১৯ সালে অমিতাভ অভিনয় করেছেন সাসপেন্স-থ্রিলার ‘বদলা’ সিনেমায়। আগামী বছরে বেশ কয়েকটি সিনেমায় দেখা যাবে তাকে। এর মধ্যে রয়েছে ‘গুলাবো সিতাবো’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘চেহরে’ ও ‘ঝুন্ড’।
আরও পড়ুন: ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ পেলেন যারা
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
এমকেআর