ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গুণী সম্মাননা পাচ্ছেন আলী যাকের-ববিতা-সাবিনা ইয়াসমীন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
গুণী সম্মাননা পাচ্ছেন আলী যাকের-ববিতা-সাবিনা ইয়াসমীন

পাঠকপ্রিয় দৈনিক কালের কণ্ঠের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন অঙ্গনের ২৫ জন গুণী ব্যক্তিকে সম্মাননা জানাবে দেশের সবচেয়ে বড় মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড (ইডব্লিউএমজিএল)। এর মাঝে রয়েছেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা, নাট্যব্যক্তিত্ব আলী যাকের ও সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। 

চলচ্চিত্র, নাটক ও সংগীতে বিশেষ অবদান রাখার জন্য এই তিন গুণীকে এ বিশেষ সম্মাননা জানানো হচ্ছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) রাজদর্শন (হল-৩) হলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।

 

অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান উপস্থিত থাকবেন।  

ওইদিন উত্তরীয় পরিয়ে গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কারের অর্থমূল্য চেকের মাধ্যমে তুলে দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।