ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাবা হলেন রঘু রাম 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
বাবা হলেন রঘু রাম 

ভারতের টেলিভিশনের জনপ্রিয় তারকা রঘু রাম বাবা হয়েছেন। সোমবার (০৬ জানুয়ারি) মুম্বাইয়ের একটি হাসপাতালে তার স্ত্রী নাতালি দে লুসি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।

রঘু ভারতীয় সংবাদমাধ্যমে জানান, তিনি খুব চিন্তিত ছিলেন, কিন্তু এখন স্বস্তি অনুভব করছেন। মা ও নবজাতক এখন সুস্থ।

এ টেলিভিশন উপস্থাপক বলেন, এই মাসটির জন্য আমরা প্রস্তুত ছিলাম। গর্ভাবস্থা ও সন্তানের যত্ন নেওয়া সম্পর্কে আমরা আগেই ধারণা নিয়েছি। কী কী করা প্রয়োজন সে ব্যাপারে সচেতন ছিলাম। আমাদের ছেলের নাম রেখেছি রিদম। তবে এটি কোনো ধর্মীয় নাম নয়।

কানাডিয়ান গায়িকা নাতালি দে লুসি এমটিভি রোডিজের জনপ্রিয় মুখ রঘু রামের দ্বিতীয় স্ত্রী। ২০১৮ সালে ডিসেম্বরে তারা বিয়ে করেন।  

এর আগে ২০০৬ সালে সুগন্ধা গার্গের সঙ্গে ঘর বেঁধেছিলেন রঘু৷ তবে বিয়ের ১২ বছর পূর্ণ হতেই তাদের সম্পর্ক ভাঙে যায়৷ কিন্তু আলাদা হওয়ার সময় দুজনের মধ্যে হয়নি কোনও কাদা ছোঁড়াছুড়ি৷ দু’জনে এখনও ভালো বন্ধু। রঘু-লুসির বিয়ের সময় সুগন্ধা অভিনন্দনও জানিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪৮  ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।