ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দুই বাংলার মিলনমেলায় উদযাপিত হবে ‘বাংলাদেশ দিবস’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
দুই বাংলার মিলনমেলায় উদযাপিত হবে ‘বাংলাদেশ দিবস’

দুই বাংলার সাংস্কৃতিক মিলনমেলা বসেছে কলকাতার যোধপুর পার্কে। দশ দিনব্যাপী এই অনুষ্ঠানে থাকছেন বলিউড, টলিউড এবং বাংলাদেশের জনপ্রিয় ও নন্দিত শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা। এর মধ্যেই বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হবে ‘বাংলাদেশ দিবস’। 

কলকাতার ইডিএফ হাসপাতালের পাশে তালতলা মাঠে শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে জঙ্গলমহলের শিল্পীদের মাদলের ছন্দ ও সুরে এ উৎসবের উদ্বোধন করেন কলকাতার মেয়র ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।  

প্রতি বছরের মতো এবারও ১৩ জানুয়ারি ‘বাংলাদেশ দিবস’ পালন করা হবে কলকাতায়।

এদিন বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিত্ব ও শিল্পীরা উপস্থিত থাকবেন এই আয়োজনে। তাদের সঙ্গে পশ্চিমবঙ্গের কবি-সাহিত্যিকরাও অংশ নেবেন। এদিন উপস্থিত থাকবেন বাংলাদেশ উপদূতাবাসের শীর্ষকর্তারাও।

বাংলাদেশের কণ্ঠশিল্পী অদিতি মহসিন, পল্লীগীতির কিংবদন্তি শিল্পী আবদুল আলীমের কন্যা নূরজাহান ছাড়াও স্বপ্নীল সজীব ও তামান্না প্রমিও সঙ্গীত পরিবেশন করবেন এই অনুষ্ঠানে।  

এবার বাংলাদেশ দিবসে বিশেষ আকর্ষণ হলো, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা দুই বাংলার মেলবন্ধনে অভিনব ফ্যাশন শো করবেন। সেই ব়্যাম্পে দুই বাংলার নারী ও পুরুষ মডেলরা অংশ নেবেন।  

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এই আয়োজনে অংশ নেবেন বলিউডের সোনু নিগম, অভিজিৎ, কবিতা কৃষ্ণমূর্তিদের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন বীরভূমের বাউলশিল্পী গৌতম দাস এবং নদিয়ার ফকিরি সংগীতশিল্পী মনসুর ফকির। এছাড়াও থাকবেন কলকাতার অনুপম রায়, অন্বেষা থেকে শুরু করে ইন্দ্রনীল সেন, লোপামুদ্রা, রাঘব, রূপঙ্কর প্রমুখ। অংশ নেবে ব্যান্ডদল চন্দ্রবিন্দুও।  

উৎসব কমিটির সভাপতি রতন দে বলেন, উৎসবের মধ্য দিয়ে বিভেদের বিরুদ্ধে ভারত-আত্মার সর্বধর্ম সমন্বয়ের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।