ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অ্যামাজন সিরিজে রিচার্ড ম্যাডেনের বিপরীতে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
অ্যামাজন সিরিজে রিচার্ড ম্যাডেনের বিপরীতে প্রিয়াঙ্কা

‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’র নন্দিত নির্মাতা রুসো ব্রাদার্স এবার নির্মাণ করছেন অ্যামাজন সিরিজ ‘চিটাডেল’। এই সিরিজে ‘গেম অব থ্রোনস’খ্যাত অভিনেতা রিচার্ড ম্যাডেনের সঙ্গে অভিনয় করছেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।

বুধবার (১৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এই খবরটি জানিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

টুইটারে প্রিয়াঙ্কা লেখেন, ‘বিস্ময়কর রুসো ব্রাদ্রার্স এবং প্রতিভাবান অভিনেতা রিচার্ড ম্যাডেনের সঙ্গে কাজ করার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না।

‘চিটাডেল’ একটি বহুমুখী ফ্র্যাঞ্চাইজি সিরিজ। এটি ভারত, ইতালি ও মেক্সিকোর স্থানীয় ভাষায় নির্মিত হবে। এটি সত্যিই বৈশ্বিক উপাদান হয়ে উঠবে। বিস্তারিত জানা যাবে শিগগিরই। ’ 

তবে ‘চিটাডেল’ই প্রিয়াঙ্কার একমাত্র অ্যামাজন শো নয়। এর আগেই জানা গেছে, প্রিয়াঙ্কা তার স্বামী নিক জোনাসের সঙ্গে অ্যামাজনের জন্য একটি সংগীত সিরিজ নির্মাণ করছেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।