ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

গান নিয়ে অনেকবার ঢাকা এসেছি, ফিল্ম নিয়ে এই প্রথম

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
গান নিয়ে অনেকবার ঢাকা এসেছি, ফিল্ম নিয়ে এই প্রথম

ঢাকা: গান নিয়ে অনেকবার ঢাকা এসেছি, তবে ফিল্ম নিয়ে এবারই প্রথম আসা। আর প্রথমবারেই পুরস্কার পাওয়ায় অনুভূতিটাও অসাধারণ।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী আয়োজনে সিনেমা অব দ্যা ওয়ার্ল্ড সেশনে সেরা দর্শক জনপ্রিয়তা বিভাগের পুরস্কার ঘোষণার পর মঞ্চে এসে এসব কথা বলেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা অঞ্জন দত্ত। তার পরিচালনায় ‘ফাইনালি ভালোবাসা’ চলচ্চিত্রটি এবার পুরস্কার জিতেছে।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে তিনি বাংলানিউজকে বলেন, এরআগেও চলচ্চিত্রটি পুরস্কার পেয়েছে। তবে আজকের দিনে অর্থাৎ আমার জন্মদিনের দিন এমন একটি পুরস্কার প্রাপ্তি আমার জন্য সত্যিই অনেক আনন্দের।

তিনি বলেন, আমার জনপ্রিয়তা মূলত গানের মধ্য দিয়ে। বাংলাদেশের অনেক মানুষ আমার গান ভালবাসেন। তাদের কাছে যে আমি গানের মানুষ হয়েও একটি সিনেমা আনতে পেরেছি, এজন্য আমি গর্বিত।

এর আগে, অঞ্জন দত্ত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘পুরনো সেই দিনের কথা’ এবং ‘বেলা বোস’ গান দুটি গেয়ে শোনান।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
এইচএমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।