ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চিত্রপরিচালক মতিউর রহমান পানু আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
চিত্রপরিচালক মতিউর রহমান পানু আর নেই

বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক মতিউর রহমান পানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

মঙ্গলবার (২৪ মার্চ) দিনগত রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর উত্তরার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

চলচ্চিত্র নির্মাতা কাবিরুল ইসলাম রানা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পানু ভাই আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি সুপারহিট বহু সিনেমা আমাদের উপহার দিয়েছেন। আমি তার মাগফেরাত কামনা করি।

২০০২ সালে সুপারহিট সিনেমা ‘মনের মাঝে তুমি’ নির্মাণ করে মতিউর রহমান পানু নন্দিত হয়েছিলেন। এছাড়া তিনি ‘বেদের মেয়ে জোসনা’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘মনের মাঝে তুমি’সহ অসংখ্য চলচ্চিত্রের প্রযোজক।  

১৯৬৪ সালে প্রথমে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন পানু। এরপর ১৯৭৯ সালে তিনি ‘হারানো মানিক’ চলচ্চিত্র দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর উপহার দেন একের পর এক দর্শক নন্দিত চলচ্চিত্র।

বাংলাদেশ সময়: ০১৩৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
জেআইএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।