ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মাত্র ৩৬ বছরেই মারা গেলেন তামিল অভিনেতা সেতুরমণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
মাত্র ৩৬ বছরেই মারা গেলেন তামিল অভিনেতা সেতুরমণ

তামিল অভিনেতা ও ডার্মাটোলজিস্ট সেতুরমণ মাত্র ৩৬ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। ২০১৩ সালের সিনেমা ‘কান্না লাড্ডু থিন্না আসাইয়া’য় অভিনয় করে তিনি জনপ্রিয়তা পান। 

চেন্নাইয়ে সেতুরমণ তার ব্যক্তিগত ক্লিনিকে ফুলটাইম ডার্মাটোলজিস্ত হিসেবে চিকিৎসা সেবা দিতেন।

সেতুরমণ অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘ভালিবা রাজা’, ‘সাক্কা পোডু পোডু রাজা’, ও ‘৫০/৫০’।

টিভি শো’তেও তিনি উপস্থিত হয়েছেন।  

২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি চিকিৎসক উমাকে বিয়ে করেন সেতুরমণ। ২০১৭ সালে মেরুদণ্ডে একটি অস্ত্রোপচার করা হয় সেতুরমণের। ওই অস্ত্রোপচারের পর শারীরিক এবং মানসিক দিক থেকে তিনি ভেঙে পড়েছিলেন বলে অনেকে মন্তব্য করেন। ওই ঘটনার আড়াই বছরের মাথায় হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় এই চিকিতসক-অভিনেতার।  

বৃহস্পতিবার (২৬ মার্চ) চেন্নাইয়ে নিজের বাড়িতে তিনি মারা যান। তিনি স্ত্রী, এক সন্তান ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।