একই জগত ও একই দেশের ঘটনা নিয়েই ‘পেনিনসুলা’ নির্মিত। তবু ‘ট্রেন টু বুসান’র সঙ্গে তার সামান্যই মিল।
‘পেনিনসুলা’র গল্পটি ‘ট্রেন টু বুসান’র চার বছর পরের। এতদিনে দক্ষিণ কোরিয়ার প্রায় সব মানুষই মানুষের মাংসখেকো দানবে পরিণত হয়েছে, যাদের বলা হয় ‘জম্বি’। এমন প্রেক্ষাপটেই নির্মিত সিনেমাটি। তবে প্রথম কিস্তির থেকে অনেক দিক থেকেই ভিন্ন পেনিনসুলা। প্রথম পর্বের পুরো কাহিনীই ছিল একটি ট্রেনের ভেতর সীমাবদ্ধ। কিন্তু এবার প্রেক্ষাপট আরও বৃহৎ। এবার মানুষের সাথে মানুষের সংঘর্ষ রয়েছে। আর সকলের সাধারণ শত্রু জম্বিদের সঙ্গে লড়তে হয়েছে আরও ভয়ংকর যুদ্ধে।
আরেকভাবে বলা যায় ‘পেনিনসুলা’র সঙ্গে অনেক ক্ষেত্রে মিল খুঁজতে পারেন জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্য ওয়াকিং ডেড’ কিংবা ড্যানি বয়েলের ’২৮ ডেস লেটার’-এর। সেখানে দেখানো হয়, মানুষ জম্বিদের থেকেও বেশি ভয়ংকর শত্রু। কারণ মানুষ ছদ্মবেশে বিশ্বাসঘাতকতা করতে পারে। কিন্তু জম্বিদের বেঁচে থাকার জন্যই মানুষের মাংস খাওয়া দরকার।
দেখুন ‘পেনিনসুলা’ ট্রেলার:
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
এমকেআর