ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বইয়ের পৃষ্ঠা থেকে বড় পর্দায় হলিউডের জনপ্রিয় ১০ সিনেমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
বইয়ের পৃষ্ঠা থেকে বড় পর্দায় হলিউডের জনপ্রিয় ১০ সিনেমা বইয়ের গল্পে নির্মিত কিছু সিনেমার চিত্র

‘একটি বইয়ের কাহিনি অবলম্বনে নির্মিত সিনেমা’ কথাটি শুনতে ভালো শোনালেও এটি বাস্তবায়ন করা মোটেও সহজ কাজ নয়। তবে এমন দুরূহ কাজেও দারুণ সফল সিনেমার সংখ্যাও নেহাৎ কম নয়। ‘ফরেস্ট গাম্প’, ‘হ্যারি পটার’, ‘লর্ড অব দ্য রিংস’সহ অনেক সিনেমাই বইয়ের পৃষ্ঠার চেয়ে বড় পর্দাতেই যেন মানুষকে বেশি মুগ্ধ করেছে। 

দারুণ গল্প বা বেস্ট সেলার  বই মানেই যে সুপারহিট সিনেমা হবে, তা নয়। একটি বইয়ের গল্প যতটা কাল্পনিক কিংবা রোমাঞ্চকর হোক না কেন, সেটাকে বড় পর্দায় তুলে ধরা একেবারেই ভিন্ন কথা।

বইয়ের কাহিনিকে হুবহু অবলম্বন করলেই যে সিনেমা হিট হয়ে যাবে, এমনটা কখনোই নয়। বরং অনেক সংযোজন, বিয়োজন, সম্পাদনা করে বড় পর্দার উপযোগী চিত্রনাট্যে নির্মিত হয় চলচ্চিত্র।  

২৩ এপ্রিল বিশ্ব বই দিবস। এদিন দেখে নেওয়া যাক জনপ্রিয় ১০টি হলিউড সিনেমা, যেগুলো নির্মিত হয়েছে বইয়ের গল্প অবলম্বনে।

১। দ্য শাইনিং (১৯৮০)

২। দ্য শশাঙ্ক রিডেম্পশন (১৯৯৪)

৩। ফরেস্ট গাম্প (১৯৯৪)

৪। শিন্ডলার’স লিস্ট (১৯৯৩)

৫। দ্য লর্ড অব দ্য রিংস

৬। দ্য উইচার (২০১৯)

৭। নো কান্ট্রি ফর ওল্ড মেন (২০০৭)

৮।  ড্রাকুলা (২০২০)

৯। জুরাসিক পার্ক (১৯৯৩)

১০। দ্য গডফাদার (১৯৭২)

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।