শনিবার (২৫ এপ্রিল) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাজস্থানের টঙ্ক নবাব পরিবারের বংশধর ছিলেন ইরফানের মা সাইদা বেগম।
আপাতত বিদেশে রয়েছেন ইরফান খান। লকডাউনের জন্য দেশে ফেরার সব রাস্তা বন্ধ। তাই শেষবারের জন্য মায়ের দর্শন করতে পারলেন না তিনি।
শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় সাইদা বেগমের দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ইরফানের ঘনিষ্ঠজন-পরিচালক সুজিত সরকার জানিয়েছেন, সত্যি খুব দুঃখের খবর, আমার এখনো ইরফানের সঙ্গে কথা হয়নি। শিগগিরই তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করবো।
২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ইরফান খানের নিউরো অ্যান্ডোক্রিন টিউমারে আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। এরপর দীর্ঘ সময় লন্ডনে চিকিৎসা হয় এই অভিনেতার। গত বছর এপ্রিলে ভারতে ফেরেন তিনি।
বক্স অফিসে ইরফানের কামব্যাক সিনেমা ছিল ‘আংরেজি মিডিয়াম’। যদিও করোনার জেরে এক সপ্তাহও হলে টেকেনি এই সিনেমা। আপাতত ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজনি হটস্টারে স্ট্রিম হচ্ছে সিনেমাটি।
বাংলাদেশ সময়: ২২০৬ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
ওএফবি