ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

খাবারের গল্পে তৈরি এশিয়ার সেরা ২৫ সিনেমার মধ্যে ‘আহা রে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
খাবারের গল্পে তৈরি এশিয়ার সেরা ২৫ সিনেমার মধ্যে ‘আহা রে’

করোনা দুর্যোগকালে দারুণ এক আনন্দের খবর পেলেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও আরিফিন শুভ। এপার বাংলার শুভ আর ওপারের ঋতুপর্ণা জুটি হয়ে কাজ করেন ‘আহা রে’ নামের সিনেমায়। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করেন ঋতুপর্ণা। পরিচালনায় রঞ্জন ঘোষ।

জানা গেছে, খাবার নিয়ে তৈরি এশিয়ার সেরা ২৫ সিনেমার মধ্যে নির্বাচিত হয়েছে ‘আহা রে’। খ্যাতনামা পত্রিকা ‘এশিয়ান মুভি পালস’ এই ২৫টি খাদ্য বিষয়ক সিনেমার সেরার তালিকা প্রকাশ করেছে।

এই পত্রিকায় জাপানি, চীনা, কোরিয়ান, তাইওয়ান’র মতন দেশের সিনেমা নিয়ে সমালোচনা ও আলোচনা হয়ে থাকে।

বিশেষ এই খবর পেয়ে উচ্ছ্বসিত ঋতুপর্ণা জানান, সময়টা আমাদের বিপরীতে। তবুও ভালো এই খবরটা ভাগ করে নিতে চাই আমার দর্শকদের সঙ্গে। ‘আহা রে’ সিনেমা বানিয়ে বিভিন্ন দেশ ও ফিল্ম ফেস্টিভালে পাঠাই। সবখানেই সিনেমাটি কদর পেয়েছে, যা আমাদের অনেক বেশি সম্মানিত করেছে।

সিনেমাটির সফলতার জন্য এর পরিচালক রঞ্জন ঘোষকে ধন্যবাদ জানান দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।