সারা বিশ্ব আজ আক্রান্ত করোনাভাইরাস জ্বরে। মৃত্যুর মিছিলে প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রাণ।
শিফফাত জানান, মানুষকে ঘরে রাখতে সচেতনতা তৈরির জন্য এই গানটি তিনি লিখেছেন। সময়োপযোগী আধুনিক এ গানটি শ্রোতাদের ঘরে থাকতে উৎসাহিত করার পাশাপাশি বিনোদন দিতেও সহায়ক হবে বলেও মনে করেন এ গীতিকার।
ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়ার পর শিফফাত শাহরিয়ার বলেন, ইতোমধ্যে ব্যাপক সাড়া পেয়েছি, পাচ্ছি আরও।
গানটির শিল্পী ও সুরকার রোকন ইমনের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘আমি কোয়ারেন্টিনে’।
গানটি প্রসঙ্গে রোকন ইমন বলেন, ‘আমি কোয়ারেন্টিনে’ সুর করে ও গেয়ে যেমন আনন্দ পেয়েছি, তেমনই দর্শক-শ্রোতাও আনন্দ পাবে বলে আমি বিশ্বাস করি।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ০১, ২০২০
এমকেআর