করোনা সময়ে একদম সামনে থেকে যুদ্ধ করছেন- ডাক্তার, নার্স, পুলিশ, ল্যাবকর্মী, সাংবাদিক’সহ স্বাস্থ্যসেবা দেওয়া পুলিশ, সেনাবাহিনী, ব্যাংকার, রাজনৈতিক নেতা, সরকারি কর্মচারি ও কর্মকর্তাগণ- যারা সততার সঙ্গে আপোষ করেন না এবং মানুষের জন্য ত্যাগে অনীহা টানেন না, তাদেরকে গানটি উৎসর্গ করে প্রকাশ করেছেন গায়ক তৌফিক।
এছাড়াও সকল বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিগণ যারা দিন-রাত এদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন; তাদেরও নিমিত্তে যারা চারিপাশের এরূপ নেতিবাচক পরিস্থিতির পরেও মাথা ঠাণ্ডা রেখে, সতর্ক হয়ে, সাবধানতা অবলম্বন করে নিজেদের করোনা থেকে দূরে রাখবার চেষ্টা করে যাচ্ছেন, রোগে আক্রান্ত হয়েও হাল ছাড়ছেন না- তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন র্যাপ গানের এই গায়ক।
তিনি বলেন, উপরে হাত তুলে দোয়া চাইছি ! আমরা ঘুরে দাঁড়াবোই, ঘুরে দাঁড়াবার গান গাইছি । কারণ আমরা পারি, কারন 'তুই পারিস'।
ভিডিও:
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মে ০১, ২০২০
ওএফবি