ঘরে থাকো প্লিজ কিচ্ছু হবে না/আড্ডা দিলে রেহাই পাবে না/পাগলামি সব ছাড়ো/তোমার খামখেয়ালি চিন্তায়/অনেক জীবন যাবে আরো- এমনই সচেতনতামূলক কথামালা দিয়ে সাজানো গানটি গাওয়ার পাশাপাশি কথা-সুর ও সংগীতায়োজন করেছেন সমীর নিজেই।
সমীরের নিজস্ব স্টুডিও ‘মিউজিক ল্যাবে’ সম্প্রতি গানটির রেকর্ডিং’সহ সম্পূর্ণ কাজ সম্পন্ন হয়।
এ গান বিষয়ে এসকে সমীর বলেন, ‘করোনা থেকে রক্ষার জন্য প্রতিটি মানুষকে ঘরে থাকতে হবে। এ বিষয়টি গুরুত্ব সহকারে আমার এ গানটিতে তুলে ধরেছি। টিভিতে ও বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছিলাম দেশের বিভিন্ন জায়গায় মানুষজন ঘরে থাকার এই নিয়ম মেনে চলছে না। বিশেষ করে তরুণরা তো মোটেই ঘরের মধ্যে আবদ্ধ থাকছে না। কিন্তু এটাই করোনা ভাইরাসকে এড়িয়ে চলার একমাত্র উপায়। সেই জায়গা থেকে নিজস্ব উদ্যোগে এই গানটি লিখে ফেললাম এবং সুর ও সংগীত আয়োজন করে নিজেই গাইলাম। ’
ভিডিও:
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ০৫, ২০২০
ওএফবি