কোয়ারেন্টিনে নির্মিত হলো মা দিবসের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, মে ১০, ২০২০
বিশ্ব মা দিবস উপলক্ষে মুক্তি পেলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইনভিসিবল কোয়ারেন্টিন’। এর মাধ্যমে মা’দের একাকীত্ব ও বর্তমান করোনাকালীন পরিস্থিতিকে একই সুতোয় গেঁথে গল্প বলতে চেয়েছেন নির্মাতা শাহাদাত রাসএল। কোয়ারেন্টিনে থেকে এটি নির্মাণ করেছেন পরিচালক।
স্বল্পদৈর্ঘ্যটি নিয়ে শাহাদাত রাসএল জানান, প্রায় সাড়ে ৭ মিনিটের এই চলচ্চিত্রের একটি বিশেষ দিক হচ্ছে এক টেকে শুট করা।
তাছাড়া এর সাউন্ড, এডিটসহ সব কাজই হয়েছে টিম মেম্বারদের মোবাইল কমিউনিকেশনের মাধ্যমে। সবদিক মিলিয়ে কাজটি ভীষণ চ্যালেঞ্জিং ছিল বলেও জানান নির্মাতা।
'ইনভিসিবল কোয়ারেন্টিন’-এ মুক্তি অভিনয় করেছেন জেবুন্নেসা টুনটুনি। তাকে ঘিরেই স্বল্পদৈর্ঘ্যটির গল্প। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রযোজনার পাশাপাশি সংগীতায়োজন করেছেন শিল্পী নির্ঝর চৌধুরী।
***স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইনভিসিবল কোয়ারেন্টিন’
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মে ১০, ২০২০ জেআইএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।