এতে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন- তাসনিয়া ফারিন, নিপুন আহমেদ, রাহুল রাজু, সঞ্জয় রাজবংশিসহ আরো অনেকে।
নাটকের গল্পে দেখা যাবে, এক দিন সকাল থেকে মোশাররফ করিম হঠাৎ করে পাগল হওয়ার ভান শুরু করেন।
কিন্তু পাগল হওয়ার পর এখন কেউ আর তাকে কিছু বলে না। তাই তিনি পাগলামিটাকে উপভোগ করতে থাকেন। এমন মজার ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যাবে ‘আমি পাগল বলছি’ নাটকের গল্প।
নাটকটি প্রসঙ্গে পরিচালক আনিসুর রহমান রাজিব বাংলানিউজকে বলেন, মোশাররফ করিম ভাইয়ের দুর্দান্ত অভিনয় নাটকটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। নাটকটিতে যে বার্তা দেওয়া হয়েছে, তা দর্শকদের মনকে আলোড়িত করবে।
অভিনেতা মোশাররফ করিম বলেন, নাটকটির নাম দেখেই বোঝা যায়, এর গল্পে ভিন্নতা রয়েছে। কাজ করতে গিয়ে যে আনন্দ পেয়েছি, তাতে মনে হয়- দর্শক নাটকটিকে ভালোভাবে গ্রহণ করবেন।
প্রচেষ্টা অ্যাড মিডিয়ার ব্যানারে নির্মিত 'আমি পাগল বলছি' ঈদের দ্বিতীয় দিন রাত ১০টায় আরটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মে ১৫, ২০২০
এমআরএ/ওএফবি