ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মানচিত্রকে বাঁচাবার আহ্বানে সুহৃদের গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জুন ৬, ২০২০
মানচিত্রকে বাঁচাবার আহ্বানে সুহৃদের গান

সময়ের প্রতিভাবান সংগীতশিল্পী সুহৃদের কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন গান ‘ঘরে আছি’। গানটির কথায় এবং চিত্রায়নে ফুটিয়ে তোলা হয়েছে করোনা ভাইরাসের এই দিনগুলিতে ঘরে থাকার কথা, আয়হীন মানুষের কষ্ট ও দুর্দশার বার্তা। গানটি প্রকাশ করেছে আজব রেকর্ডস।

সবাইকে নিয়ম মানার আহ্বান জানিয়ে বলা হয়েছে ‘মানচিত্রকে বাঁচাবার এখনই সময়’।  প্রয়োজনে সবার থেকে নিজেকে দূরে রেখে একলা বেঁচে থাকতে হবে।

করোনা মহামারির বিরুদ্ধে লড়াই করতে হবে নিজের ইচ্ছাশক্তির উপর বিশ্বাস রেখে।

কলকাতার ব্যান্ড ‘দ্য মিলিপুটস’র প্রতিষ্ঠাতা সদস্যদের একজন এবং গিটারিস্ট দেবমাল্য দে এই গানের সংগীতায়োজন করেছেন। এর কথা লিখেছেন তরুণ লিরিসিস্ট মৃন্ময়ী। মিউজিক ভিডিও তৈরি করেছেন হিমু।

ঈদুল ফিতর উপলক্ষে গানটি ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত হয়। এর আগে আজব থেকে প্রকাশিত হয় এই শিল্পীর প্রথম অ্যালবাম 'পাপ’।

ভিডিও:

 

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জুন ০৬, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।