ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হাসপাতালে সংগীতশিল্পী নির্মলা মিশ্র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
হাসপাতালে সংগীতশিল্পী নির্মলা মিশ্র সংগীতশিল্পী নির্মলা মিশ্র

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন কলকাতার বর্ষীয়ান সংগীতশিল্পী নির্মলা মিশ্র। রোববার (২০ জুলাই) অসুস্থ হয়ে পড়লে তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়।

নির্মলা মিশ্রের স্বামী প্রদীপ দাশগুপ্ত  পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, রোববার দিনগত রাতে নির্মলা মিশ্র খুব অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা ভালো নেই। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন তিনি।

২০১৮ সালে ফুসফুসে পানি জমায় নির্মলা মিশ্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন দীর্ঘ সময় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। তবে তার শরীরে আবারো অসুখ দেখা দেওয়ায় ফের তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

গত শতকের ষাট ও সত্তর দশকে বাংলা গানের অন্যতম জনপ্রিয় গায়িকা নির্মলা মিশ্র। ‘শ্রী লোকনাথ’ সিনেমার মাধ্যমে প্লেব্যাকে অভিষেক ঘটে তার। এরপর ‘স্ত্রী’, ‘অভিনেত্রী’, ও ‘অনুতাপ’র মতো সিনেমায় গান গেয়েছেন তিনি।  

তার গাওয়া কালজয়ী গানের মধ্যে রয়েছে ‘ও তোতা পাখি রে’ ও ‘এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না’। ৫০ বছরেরও বেশি সময় নির্মলার গানে মেতেছেন শ্রোতা মহল।  

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।