সম্মানজনক ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস অ্যাওয়ার্ডসের (বাফটা) বিশেষ সম্মাননা পেলেন অভিনেতা, লেখক ও প্রযোজক ইদ্রিস এলবা। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে সৃজনশীল অবদানের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
বিশেষ এই পুরস্কারটি ব্রিটিশ একাডেমির সর্বোচ্চ পর্যায়ের সম্মাননা। এর আগে নিকোলা শিন্ডলার, ক্লেয়ার বাল্ডিং, জন মটসন, হেনরি নরমাল, নিক ফ্র্যাসার, লেনি হেনরি, ডেলিয়া স্মিথ এবং চিলা ব্লাককে এই সম্মাননা দেওয়া হয়েছে।
ইদ্রিস এলবা এইচবিও চ্যানেলের ধারাবাহিক ‘দ্য অয়্যার’-এ মাদক পাচারকারী ‘স্ট্রিঙ্গার বেল’, বিবিসি ধারাবাহিক ‘লুথার’-এ জন লুথার এবং জীবনীনির্ভর সিনেমা ‘ম্যান্ডেলা: লং ওয়াক টু ফ্রিডম’-এ ‘নেলসন ম্যান্ডেলা’ চরিত্রে অভিনয়ের জন্য আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। তার ঝুলিতে একটি গোল্ডেন গ্লোব এবং বেশ কয়েকটি প্রাইমটাইম এমি এবং বাফটায় মনোনয়ন রয়েছে।
আরও পড়ুন>> স্বামী ইদ্রিস এলবার পাশে থেকে করোনাকে বরণ করলেন স্ত্রীও
গত বছর ‘লুথার’-এর পঞ্চম মৌসমে অভিনেতা ও এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে যুক্ত হন এলবা। এছাড়া স্কাইয়ের ‘ইন দ্য লং রান’ নির্মাণ করেছেন তিনি। এটি ৪৭ বছরের এই অভিনেতা নিজস্ব অভিজ্ঞতায় অনুপ্রাণিত হয়ে তৈরি করেছেন, এর তৃতীয় সিজনও শিগগিরই আসছে।
চলতি বছর সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ব্রিটিশ তারকা ইদ্রিস এলবা। তবে কিছুদিনের মধ্যে তারা সুস্থ হন। করোনার পরিস্থিতিতে এই সম্মাননা প্রাপ্তি তাদের উচ্ছ্বসিত করেছে।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
জেআইএম