ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

টেইলর সুইফটের ‘ফোকলোর’ প্রথমদিনেই গড়েছে রেকর্ড

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
টেইলর সুইফটের ‘ফোকলোর’ প্রথমদিনেই গড়েছে রেকর্ড

মার্কিন পপ গায়িকা টেইলর সুইফটের নতুন অ্যালবাম ‘ফোকলোর’ প্রথম দিনেই ১৩ লাখ কপি বিক্রি হয়েছে। রিপাবলিক রেকর্ডসের হিসাব মতে, স্পোটিফাইয়ে উদ্বোধনী দিনেই সর্বোচ্চ স্ট্রিমিং হওয়া কোন নারী শিল্পীর অ্যালবাম হিসেবে রেকর্ড গড়েছে ‘ফোকলোর’।

টেইলরের সাড়া জাগানো অ্যালবামটি প্রকাশ পাওয়ার প্রথম দিনেই আট কোটি ছয় লাখের বেশিবার স্ট্রিমিং হয়েছে স্পটিফাইয়ে। নারী শিল্পীদের রেকর্ডে এটাই সর্বোচ্চ সংখ্যা। এছাড়া অ্যাপল মিউজিকে প্রকাশিত পপ সংগীতের রেকর্ডে প্রথম দিনে এটিই সর্বোচ্চ সাড়ে তিন কোটিবার স্ট্রিমিং হয়েছে।

কোনপ্রকার পূর্বঘোষণা ছাড়াই টেইলর সুইফট তার অষ্টম স্টুডিও অ্যালবাম ‘ফোকলোর’ প্রকাশ করেন শুক্রবারে (২৪ জুলাই)। হঠাৎ করেই তার ভক্তরা এমন উপহার পেয়ে রীতিমতো সারপ্রাইজড। প্রচারণা বা ঘোষণা দেননি বলে একটুও কম বিক্রি হয়নি অ্যালবামটি। বরং প্রথমদিনের স্ট্রিমিংয়ে গড়েছে রেকর্ড।  

অ্যালবামটির ‘কার্ডিগান’ ট্র্যাকের মিউজিক ভিডিও একইসঙ্গে প্রকাশ পেয়েছে টেইলর সুইফটের ইউটিউব চ্যানেলে। ইতোমধ্যে এটি ২ কোটি ৩৮ লাখের বেশিবার ভিউ হয়েছে। বাড়তি আকর্ষণ হিসেবে তার ‘এক্সাইল’ ট্র্যাকে যুক্ত রয়েছে ইন্ডি ফোক ব্যান্ড বন আইভার।

সামাজিকমাধ্যমে টেইলর সুইফট লেখেন, করোনাকালে আইসোলেশনে থাকার সময় তার চিন্তা-ভাবনা যেন ‘বন্য’ হয়ে গিয়েছিল। তার ভাষায়, ‘চেতনার প্রবাহের মতো একগুচ্ছ গান ও গল্পের স্রোত বয়ে গিয়েছিল’। আর ‘ফোকলোর’ হলো তারই ফলাফল।  

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।